Opu Hasnat

আজ ১৭ আগস্ট শুক্রবার ২০১৮,

রাজবাড়ীতে শিশুদের জন্য ফাউন্ডেশনের ঈদের পোশাক ও ইফতার বিতরন রাজবাড়ী

রাজবাড়ীতে শিশুদের জন্য ফাউন্ডেশনের  ঈদের পোশাক ও ইফতার বিতরন

রাজবাড়ীতে ছিন্নমুল শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক ও ইফতার বিতরন করেছে শিশুদের জন্য ফাউন্ডেশন।
মঙ্গলবার বিকেলে রাজবাড়ী জেলা শহরের ঐতিয্যবাহি ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে শহরের ৫০ জন ছিন্নমুল শিশুর মাঝে ঈদের নতুন পোশাক ও করকরে নতুন ১৫ টাকা করে বিতরন করে সংগঠনটি। এছারাও জেলা শহরের গোদার বাজার এলাকায় বুধবার বিকেলে ১০০ রোজাদাদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়। এ সময় শিশুদের জন্য ফাউন্ডেশন রাজবাড়ী জেলা শাখার সভাপতি ফরিদুল ইসলাম সাগর, সাধারন সম্পাদক নাহিদুল ইসলাম ফাহিম, শেখ ফয়সাল, তন্নী, নীবির, নওরীন, ঐশৈয্য, রাফি, সবুজসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের অন্যান্য খবর