Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

ঝালকাঠির নবগ্রাম-বরিশাল রুটে সড়কের পাশে রাখা গাছের গুড়ি অপসারণ ঝালকাঠি

ঝালকাঠির নবগ্রাম-বরিশাল রুটে সড়কের পাশে রাখা গাছের গুড়ি অপসারণ

 ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্নকরতে ঝালকাঠির নবগ্রাম-বরিশাল রুটে সড়কের পাশে রাখা গাছের গুড়ি অপসারণ করা হয়েছে। রাস্তার দু’পাশে গাছের গুড়ি রেখেছিলো স্থানীয় কাঠ ব্যবসায়ীরা। যাতে সড়কটির যাতায়াতের পথ সংকুচিত ছিলো। বিষয়টি জেলা প্রশাসনের দৃষ্টি গোচর হওয়ায় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আতাহার মিয়া’র নেতৃত্বে বিনয়কাঠি ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, ইউপি সদস্যগণ, গ্রাম পুলিশ ও সদর থানা পুলিশের একটি দল স্থানীয়দের সহায়তায় গাছের গুড়ি অপসারণ করা হয়।

বুধবার বিকেল সাড়ে ৩ টায় ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ হামিদুল হক তার ফেসবুকে এক স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেছেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘœ করতে বুধবার দুপুরে বিনয়কাঠী ইউনিয়নের কল্যানকাঠী, রতন মার্কেট, বিনয়কাঠী মোড়, মানপাশা বাজারে উপজেলা নির্বাহি অফিসার আতাহার মিয়ার নেতৃত্বে ইউপি চেয়ারম্যান, মেম্বার, গ্রাম পুলিশ, ঝালকাঠি থানার ফোর্সসহ রাস্তার দু’পাশে রাখা কাটা গাছ অপসারনের জন্য প্রায় তিন ঘন্টাব্যাপী অভিযান পরিচালনা করা হয়। গাছের জন্য সড়ক দূর্ঘটনা ঘটতে পারে এরকম সম্ভাবনা খুবই কম।স্ব-মিলগুলো বন্ধ ছিল। কিছু গাছ স্থানীয়দের সহযোগীতায় সরিয়ে রাস্তা দখলমুক্ত করা হয়েছে। কিছু গাছ জব্দ করার সময় স্থানীয় গাছ ব্যবসায়ীরা লিখিতভাবে অংগিকার করেছেন আগামীকালকের মধ্যে তারা রাস্তার পাশে ফেলে রাখা গাছগুলো সরিয়ে নিবেন। ইউপি চেয়ারম্যান তদারকি করবেন।