Opu Hasnat

আজ ১৭ আগস্ট শুক্রবার ২০১৮,

কুষ্টিয়ায় অপহৃত শিশুকে উদ্ধারের দাবিতে মানববন্ধন কুষ্টিয়া

কুষ্টিয়ায় অপহৃত শিশুকে উদ্ধারের দাবিতে মানববন্ধন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্র দেব দত্ত (৯) কে উদ্ধারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। 

আজ বুধবার বেলা ১১টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে কুষ্টিয়া শহরের গোপীনাথ জিউর মন্দির প্রাঙ্গনের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। 

মানববন্ধনে বক্তারা, আগামী তিনদিনের মধ্যে প্রশাসন অপহৃত স্কুল ছাত্রকে উদ্ধার করতে না পারলে কঠোর কর্মসূচীর ঘোষনা দেয় নেতৃবৃন্দ। 

উল্লে­খ্য, গত (০৮ জুন) শনিবার সকাল সাড়ে ৭টার দিকে দেব প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর উপজেলার চিথলিয়া ইউনিয়নের চিথলিয়া গ্রাম থেকে দুইজন মোটরসাইকেল আরোহী রাস্তা থেকে দেবকে তুলে নিয়ে যায়। এরপর ঐদিন বিকেলে দেব দত্তের বাবা পবিত্র দত্তের ফোনে অপহরনকারীরা ফোন করে অর্ধকোটি টাকা  মুক্তপণ দাবি করে।