Opu Hasnat

আজ ২৬ এপ্রিল শুক্রবার ২০১৯,

জামালগঞ্জ উপজেলার হালির হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলে নিহত সুনামগঞ্জ

জামালগঞ্জ উপজেলার হালির হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলে নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার হালির হাওরে ছোট নৌকাযুগে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলে নিহত হয়েছেন। তার নাম শেখ সাব মিয়া(৪২)। তিনি উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের কামিনিপুর গ্রামের মৃত মেঘ মিয়ার পূত্র। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,আজ বুধবার ভোরে নিহত শেখ সাব মিয়া ও তার ছেলে মোফাজ্জুল হোসেনকে সাথে করে ছোট নৌকাযোগে হালির হাওরে মাছ ধরতে যান। এ সময় বৃষ্টিপাতের সাথে সাথে বজ্রপাতে শেখ সাব মিয়া ঘটনাস্থলেই মারা যান। তবে তার ছেলে অক্ষত আছেন। খবর পেয়ে স্থানীয়রা হাওরে গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়। 
এ ব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আবুল হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।