Opu Hasnat

আজ ১৭ আগস্ট শুক্রবার ২০১৮,

মাগুরায় সড়ক দূর্ঘটনায় বিদ্যুৎ শ্রমিক নিহত মাগুরা

মাগুরায় সড়ক দূর্ঘটনায় বিদ্যুৎ শ্রমিক নিহত

মাগুরা শহরের গোরস্থান সড়কে দ্রুতগামি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাগুরা বিদ্যুৎ অফিসের কর্মচারি ইমন হোসেন(২৫) আজ সকালে নিহত হয়েছে। 

মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন জানান, নিহত ইমন হোসেন যশোর জেলার মনিরামপুর এলাকার ইকবাল হোসেনের ছেলে। সে মাগুরা বিদ্যুৎ অফিসে লাইনম্যানের কাজ করতো। আজ সকালে সে ও তার সহযোগী মফিজুর রহমান মাগুরা বিদ্যুৎ অফিসে থেকে বিদ্যুতের পিলার স্থানীয় নছিমন গাড়ীতে করে বিদ্যুৎ অফিস থেকে নিয়ে মাগুরা মীরপাড়া এলাকায় যাবার পথে গোরস্থান সড়কে দ্রুতগামি ট্রাক তাদের নছিমনে ধাকা ও চাপা দিলে ইমন হোসেন ঘটনাস্থলে মারা যায়। তার সহযোগী মফিজুর গুরুতর আহত হয়। মুমর্ষ অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে মাগুরা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাগুরা মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে মাগুরা থানায় মামলা হয়েছে।