Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডে ক্ষতি ৩ কোটি টাকা চট্টগ্রাম

শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডে ক্ষতি ৩ কোটি টাকা

চট্টগ্রামের শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৩ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রোববার বিকেলে বৃষ্টিতে লুব ছিড়ে স্পার্ক করে ট্রান্সফরমারে আগুন লাগে। এতে একটি ট্রান্সফরমার পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়। কিছু ক্ষতি হয় অন্য একটি ট্রান্সফরমারের।

শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী ভূবন বিজয় দত্ত রাইজিংবিডিকে বলেন, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  এই অগ্নিকাণ্ডে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা ধারণা করছি।অগ্নিকাণ্ডের ফলে শিকলবাহা ১৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন পিকিং পাওয়ার প্ল্যান্টের উৎপাদন বন্ধ রয়েছে।উল্লেখ্য, গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে কর্ণফুলী থানার শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৮টি গাড়ি প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলায় বেলা সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।