Opu Hasnat

আজ ৮ মে বুধবার ২০২৪,

পাইকগাছায় কাঁকড়া সম্পদ ব্যবস্থাপনায় সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণের উদ্বোধন খুলনা

পাইকগাছায় কাঁকড়া সম্পদ ব্যবস্থাপনায় সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণের উদ্বোধন

পাইকগাছায় কাঁকড়া সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক সাংবাদিকদের ৩ দিন ব্যাপি প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্রর কর্তৃক আয়োজিত নিজস্ব মিলনায়তনে ১২-১৪ জুন পর্যন্ত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নুরুল হক। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সৈয়দ মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে ও উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা দেবাশীষ মন্ডলের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. লতিফুল ইসলাম। উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের উপ-পরিচালক নিলুফার বেগম। প্রশিক্ষণে পাইকগাছা প্রেসক্লাবের ২৫জন সাংবাদিক অংশগ্রহণ করেন।