Opu Hasnat

আজ ২৭ জুন বৃহস্পতিবার ২০১৯,

দিনাজপুরে ট্রাক-পিকআপ ভ্যান মুখোমুখী সংঘর্ষে নিহত ২ দিনাজপুর

দিনাজপুরে ট্রাক-পিকআপ ভ্যান মুখোমুখী সংঘর্ষে নিহত ২

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত একং ৩ জন আহত হয়েছেন। দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জে আজ মাছবাহী ট্রাক এবং মুরগিবাহী ভ্যান মুখোমুখি সংঘর্ষে মো. শাহিন নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। অপরদিকে, গতকাল সোমবার রাতে দিনাজপুর-পার্বতীপুর আঞ্চলিক সড়কের চিরিরবন্দরে ট্রাক্টরের ধাক্কায় ওজিত চন্দ্র রায় নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। 

নিহত পিকআপ ভ্যান চালক মো. শাহিন (৩০) বগুড়া জেলার শেরপুর উপজেলার গাড়ীদহ পল্লী উন্নয়ন একাডেমী এলাকার মো. মোস্তফার ছেলে এবং নিহত সাইকেল আরোহী ওজিত চন্দ্র রায় (৬২) দিনাজপুর সদর উপজেলার পূর্ব পারগাঁও গ্রামের মৃত অলক চন্দ্র রায়ের ছেলে।

আজ মঙ্গলবার দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ শহরের শালবন মোড়ে এবং অপরটি দিনাজপুর-পার্বতীপুর আঞ্চলিক সড়কের চিরিরবন্দরের আউলিয়াপুকুর ইউপির সামনে খুনিয়াদিঘী নামক স্থানে সোমবার রাতে এ দুঘর্টনা ঘটে। 

বীরগঞ্জ থানার এসআই মো. দুলাল হক জানান, বগুড়া হতে মুরগি নিয়ে বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের গোলাপগঞ্জ বাজারে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান। পথে ভোর ৪টায় বীরগঞ্জ পৌর শহরের শালবন মোড়ে ঠাকুরগাঁও হতে ছেড়ে আসা ঢাকাগামী মাছবাহী ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ বাধে। এতে দুই গাড়ির চালকসহ ৪ জন আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে মো. শাহিন (৩০) নামে পিকআপ চালক মারা যায়।

অপরদিকে চিরিরবন্দর পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সন্ধায় ওজিত চন্দ্র চিরিরবন্দর ভিয়াইল ইউনিয়নের দূর্গাডাঙ্গা মুকুন্দপুর তার শ্বশুর বাড়ি সাইকেলযোগে যাওয়ার সময় আউলিয়াপুকুর খনিয়াদিঘী নামক স্থানে এসে পৌচ্ছালে সামনে থেকে আসা ট্রাক্ট্রর ধাক্কা দিলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ওজিত চন্দ্র নিহত হয়। 

এই বিভাগের অন্যান্য খবর