Opu Hasnat

আজ ২৭ জুন বৃহস্পতিবার ২০১৯,

চিরিরবন্দরে সড়ক দূর্ঘটনায় নিহত ১ দিনাজপুর

চিরিরবন্দরে সড়ক দূর্ঘটনায় নিহত ১

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক্টরের ধাক্কায় একজন সাইকেল অরোহী নিহত হয়েছেন। দিনাজপুর-পার্বতীপুর আঞ্চলিক মহাসড়কের চিরিরবন্দর উপজেলার আউলিয়াপুকুর ইউপির সামনে খুনিয়া দিঘী নামক স্থানে সোমবার সন্ধা ৬ টার দিকে এ দুঘর্টনা ঘটে। নিহত সাইকেল আরোহী সদর উপজেলার পূর্ব পারগাঁও গ্রামের মৃত অলক চন্দ্র রায়ের ছেলে ওজিত চন্দ্র রায় (৬২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওজিত চন্দ্র চিরিরবন্দর ভিয়াইল ইউনিয়নের দূর্গাডাঙ্গা মুকুন্দপুর তার শশুর বাড়ি সাইকেল যোগে যাওয়ার সময় আউলিয়াপুকুর খনিয়া দিঘী নামক স্থানে এসে পৌঁছালে সামনে থেকে আসা ট্রাক্ট্রর ধাক্কা দিলে চাকায় পিষ্ট হয়ে  ঘটনাস্থলেই ওজিত চন্দ্র নিহত হয়। পুলিশ ঘাতক ট্রাক্টর ও  মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এই বিভাগের অন্যান্য খবর