Opu Hasnat

আজ ২৬ জুন বুধবার ২০১৯,

দামুড়হুদায় চোরাচালান, আইন শৃংখলা ও মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা চুয়াডাঙ্গা

দামুড়হুদায় চোরাচালান, আইন শৃংখলা ও মানব পাচার  প্রতিরোধ কমিটির মাসিক সভা

চুয়াডাঙ্গার দামুড়হুদায়  চোরাচালান প্রতিরোধ, আইন শৃংখলা নারী ও শিশু নির্যাতন  ও মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলা পরিষদ সভাকক্ষে এসকল সভা অনুষ্ঠিত হয়। সকল সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান। প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওঃ আজিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈয়দা নাফিস সুলতানা, দামুড়হুদা মডেল থানার ওসি তদন্ত জি এম এমদাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ কাদের, মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল। 

এছাড়াও উপস্থিত ছিলেন, জুড়ানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যা সোহরাব হোসেন, নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টু, পারকৃষ্ণুপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, কুড়–লগাছি ইউপি চেয়ারম্যান শাহ মোঃ এনামুল করিম ইনু, হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, দামুড়হুদা সদর ইউপির চেয়ারম্যান শরিফুল আলম মিল্টন, নাটুদহ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুলসহ দামুড়হুদা উপজেলা পরিষদের সকল বিভাগীয় কর্মকর্তাবৃন্দ উক্ত সভায় উপস্থিত ছিলেন।

এই বিভাগের অন্যান্য খবর