Opu Hasnat

আজ ২৪ মার্চ রবিবার ২০১৯,

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ঝিনাইদহ

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঝিনাইদহের কালীগঞ্জে পিকআপ ও অটোরিক্সার সংঘর্ষে লুৎফর রহমান লুতু (৬০) নামের একজন নিহত হয়েছে। সোমবার রাত ১টার দিকে সে চিকিৎসাধীন অবস্থায় যশোর মারা যায়। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেজপাড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লুৎফর রহমান উপজেলার বেজপাড়া গ্রামের মৃত ভোলাই মন্ডলের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেজপাড়া নামকস্থানে পিকআপ ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় লুৎফর রহমান গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে রাত ১টার দিকে মারা যায়। কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন।