Opu Hasnat

আজ ২৭ জুন বৃহস্পতিবার ২০১৯,

দুর্গাপুরে অনাথ ও গরীবদের সহায়তায় এগিয়ে এলো অনাথালয় নেত্রকোনা

দুর্গাপুরে অনাথ ও গরীবদের সহায়তায় এগিয়ে এলো অনাথালয়

দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নে মানব কল্যাণকামী অনাথালয়ে বাংলাদেশ মানব সেবা সংঘের আয়োজনে প্রায় ১শত জন গরীব, অনাথ ও প্রতিবন্ধিদের ইফতার ও বস্ত্র বিতরণ করা হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে আশ্রমের সভাপতি শ্রী হরেন্দ্র চন্দ্র ঘোষ এর সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো: তোবারক হোসেন খোকন। বস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন অনাথ মাতা নিশা দেবী। বিতরন পুর্ব আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মানব কল্যাণকামী অনাথালয়ের সাধারণ সম্পাদক নিত্যানন্দ গোস্বামী নয়ন, সাংবাদিক ধ্রুব সরকার, এস.এম রফিকুল ইসলাম রফিক, মানব সেবী নাজমুল তুহিন, মানব সেবী মানিক রায় প্রমুখ। 

বক্তারা বলেন, অনাথদের সহায়তায় অনাথালয় এ যেন দেশে এক বিরল শিক্ষা দিয়ে গেলো। নিজেদের যা সামর্থ্য আছে তা থেকে এই রমযানের ঈদে নিজ নিজ ত্যাগের মহিমায় গরীব ও অসহায়দের পাশে দাঁড়াতে সকলকে আহবান জানানো হয়।