Opu Hasnat

আজ ২০ অক্টোবর শনিবার ২০১৮,

সংখ্যালঘু পরিবারের শিশু অপহরণ, অর্ধকোটি টাকা মুক্তিপন দাবী নারী ও শিশুকুষ্টিয়া

সংখ্যালঘু পরিবারের শিশু অপহরণ, অর্ধকোটি টাকা মুক্তিপন দাবী

কুষ্টিয়ার মিরপুর প্রাইভেট পড়তে গিয়ে দেব দত্ত (৯) নামের এক তৃতীয় শ্রেণির স্কুলছাত্রকে অপহরণ করা হয়েছে। 

আজ রবিবার দুপুর ১টা পর্যন্ত ঐ স্কুল ছাত্রের কোন খোঁজ পাওয়া যায়নি। ইতিমধ্যে তার পরিবারের কাছ থেকে অপহরণকারীরা ৫০ লাখ টাকা মুক্তিপন দাবী করেছে বলে জানা গেছে।

জানা যায়, শনিবার উপজেলার চিথলিয়া ইউনিয়নের চিথলিয়া গ্রামে প্রাইভেট পড়তে যাওয়ার সময় মোটরসাইকেলে দুইজন এসে রাস্তা থেকে দেব দত্তকে তুলে নিয়ে যায়। 

দেব দত্ত চিথলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ফাস্ট বয় এবং ওই শিশুটি উক্ত গ্রামের পবিত্র দত্তের ছেলে। পবিত্র দত্ত বরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক  ও উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারন সম্পাদক এবং উক্ত এলাকার একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। 

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, অপহৃত শিশুটিকে উদ্ধার করার জন্য পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।