নোয়াখালীতে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু বিষয়ক কর্মশালা নোয়াখালী / 
নোয়াখালী জেলা ও উপজেলা পর্যায়ে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু বিসয়ক কর্মশালা রবিবার দিনব্যাপি জেলা সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অতিরিক্ত সচিব ও পরিবার পরিকল্পনা অদিধপ্তরের ডিজি নুর হোসেন তালুকদার, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তফা কামালের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, যুগ্ম সচিব ও প:প: বিভাগের বিভাগীয় পরিচালক নুরুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহে আলম, জেলা সিভিল সার্জন মোঃ দেলোয়ার হোসেন ও নোয়াখালী প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক আকবর হোসেন সোহাগ প্রমুখ।
কর্মশালায় মাঠ পর্যায়ে সার্ভিস ডেলিভারী সম্পর্কে আলোচনা হয়। কর্মশালায় সরকারি ও বেসরকারি এনজিও কর্মকর্তা ও সাংবাদিকসহ লোকজন অংশগ্রহণ করেন। এর আগে রাতে অতিরিক্ত সচিব নুর হোসেন তালুকদার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন এবং তার লিখিত কবিতা পাঠ করে শুনান।