Opu Hasnat

আজ ১৬ সেপ্টেম্বর সোমবার ২০১৯,

সাতক্ষীরায় বজ্রপাতে দুইজনের মৃত্যু সাতক্ষীরা

সাতক্ষীরায় বজ্রপাতে দুইজনের মৃত্যু

   সাতক্ষীরা সদর ও শ্যামনগর উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার এ ঘটনা ঘটে। এর মধ্যে সদর উপজেলার বালুইগাছা গ্রামে বজ্রপাতের বিকট শব্দে এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। শিশু বেল্লাল হোসেন বলুইগাছা গ্রামের ঈব্রাহীম হোসেনের ছেলে।

নিহতের পারিবারের সদস্যরা জানান, বিকেলে হঠাৎ বৃষ্টির সময় বজ্রপাতের বিকট শব্দে শিশুটি ঘুমের মধ্যে মারা যায়। পরবর্তীতে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।


সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে শ্যামনগর উপজেলার কাটামারি গ্রামে বজ্রপাতে কুদ্দুস সরদার (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিহত কুদ্দুস সরদার কাটামারি গ্রামের আহম্মাদ সরদারের ছেলে।

স্থানীয় কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম জানান, বৃষ্টির সময় কুদ্দুস একটি গাছের নিচে দাঁড়িয়ে ছিল। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।