Opu Hasnat

আজ ২৪ মার্চ রবিবার ২০১৯,

মো: জহিরুল হোসাইন খান নাছিমের কবিতা ‘শুন হে মালিহা’ শিল্প ও সাহিত্য

মো: জহিরুল হোসাইন খান নাছিমের কবিতা ‘শুন হে মালিহা’

সমস্ত ব্যস্ত
কেউ কারো উপর নয় ন্যাস্ত, 
তবুও বলি আহা! 
শুন হে মালিহা।

সভ্যতারে কত লোক অনাদরে
কখন যে যায় মরে,
ভাবে না একটি মুহুর্তও
সবাই একই পথের যাত্রী যদিও। 

কেন যে রাখি না খবর
জানি না কারো অন্তর, 
ভালো লাগার মাঝে ভলবাসা নয়
অকারনেই মানুষেরা করে শুধু ভয়।

ভালাবাসা তারে কয়
সৎ সততা, ও বিশ্বাস যাদের মাঝে রয়,
হিংসা বিদ্বেষ অহংবোধ যাদের
যত শীঘ্র সম্ভব ত্যাগ করো তাদের। 

ন্যায় নীতি দেয়না অর্থ
সততাই তাদের শুধু সামর্থ্য, 
আল্লাহর রহমত বর্ষে যদি তায়
একমুঠো অন্ন খুঁজে তবে পায়। 

স্রষ্টার চেয়ে বড় মহাজ্ঞানী পাবে না খুঁজে এ ধরাতে 
ডাক্তার কবি ধরা আছে সবি, অবিশ্বাসী কভু যাবেনা জান্নাতে। 
তুমি আর আমি সৃষ্টি খোদার, 
বাবা মা সেতো উপলক্ষ তার। 

বাবা মা এর পদতলে আমাদের ঠাঁই
তাদের কষ্ট দিলে, দুঃখের তরী হবে  বোঝাই,
এসো সবে মিলেমিশে 
বাবা মাকে ভালবেসে,

জাহান্নামকে করি ভয়
বাবা মা খুশি রলে জান্নাত আমাদের হবে নিশ্চয়।