Opu Hasnat

আজ ১৭ আগস্ট শুক্রবার ২০১৮,

বড়াইগ্রামে প্রতিবন্ধিদের মধ্যে হুইল চেয়ার বিতরণ নাটোর

বড়াইগ্রামে প্রতিবন্ধিদের মধ্যে হুইল চেয়ার বিতরণ

নাটোরের বড়াইগ্রামে বিভিন্ন বয়সী শারিরীক প্রতিবন্ধিদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উপজেলার ২৭ জন প্রতিবন্ধিদের মধ্যে এ চেয়ার বিতরণ করেন। উপজেলা পরিষদের অর্থায়নের এ গুলো বিতরণ করা হয়।

আওয়ামীলীগের প্রবীণ রাজনীতিবিদ ও বনপাড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো. সোবাহান প্রামাণিকের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হেলেনা বেগম, বড়াইগ্রাম ইউপি’র প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম সিদ্দিক, ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন দুলাল,  জোয়াড়ি ইউপি সদস্য আছিয়া বেগম প্রমূখ।