Opu Hasnat

আজ ১৬ ডিসেম্বর রবিবার ২০১৮,

বিদেশি মোবাইলের উপর ২ শতাংশ সার্চচার্জ আরোপের প্রস্তাব অর্থ-বাণিজ্য

বিদেশি মোবাইলের উপর ২ শতাংশ সার্চচার্জ আরোপের প্রস্তাব

২০১৮-১৯ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে বিদেশি মোবাইল ফোনের উপর ২ শতাংশ সার্চচার্জ আরোপের প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের (২০১৮-১৯ অর্থবছর) অর্থবিলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ প্রস্তাব করেন। একইসঙ্গে দেশে উৎপাদিত মোবাইল ফোনসেটকে মুসক অব্যাহতি দেওয়ারও প্রস্তাব করা হয়।

প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে, ‘দেশে কিছু মোবাইল কোম্পানি উন্নত মানের মোবাইল ফোন তৈরি করছে। উৎপাদন পর্যায়ে তাদের মূসক অব্যাহতি দিতে হবে।