Opu Hasnat

আজ ২১ মার্চ বৃহস্পতিবার ২০১৯,

সিলেটে ট্রাকচাপায় নিহত ৩ সিলেট

সিলেটে ট্রাকচাপায় নিহত ৩

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। বুধবার বিকেল পৌনে ৪টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের চন্ডিপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
 
 
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, সিলেট-ঢাকা মহাসড়কের চন্ডিপুল এলাকায় সিলেট শহরমুখী একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন।
 
 
তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।