Opu Hasnat

আজ ১৭ ডিসেম্বর সোমবার ২০১৮,

কালকিনিতে বিষধর সাপের ছোবলে যুবকের মৃত্যু মাদারীপুর

কালকিনিতে বিষধর সাপের ছোবলে যুবকের মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে বিষধর সাপের ছোবলে মোঃ আজাদ খান (৩০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এলাকা ও নিহতের পরিবার সুত্রে জানাগেছে, উপজেলার বালীগ্রাম এলাকার বালীগ্রাম গ্রামের আলী আজম খানের ছেলে আজাদ খান মঙ্গলবার সন্ধ্যায় বালীগ্রাম বাজার থেকে বাড়ি রওনা দেন। এসময় একটি বিষধর সাপ এসে তার পায়ের উপর কামড় দেয়। এতে করে সে গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে ফরিদপুর সদর হাসাপালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষন করেন।

এ ব্যাপারে বালীগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন বলেন, সাপে কাঁমড়ে আজাদ খানের মৃত্যু হয়েছে।

এই বিভাগের অন্যান্য খবর