Opu Hasnat

আজ ১৭ ডিসেম্বর সোমবার ২০১৮,

কিশোরগঞ্জে আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের অষ্ট্রগ্রাম উপজেলায় আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে টুটন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার দুপুরে অষ্ট্রগ্রামের সদর উপজেলার ঠাকুর দিঘিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ধনু মিয়ার ছেলে টুটন মিয়া বৈদ্যুতিক খুটিঁতে উঠে গাছের মধ্যে আর্জেন্টিনার পতাকা লাগাতে চেয়েছিল। এসময়  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মাটিতে পড়ে যায়। স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যবৃন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।

অষ্ট্রগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা এ তথ্য নিশ্চিত করেন।