Opu Hasnat

আজ ১৭ ডিসেম্বর সোমবার ২০১৮,

ঈদুলফিতরে জাহিদ হাসানের ‘রমজান ভাই পাবলিক ফিগার’ বিনোদন

ঈদুলফিতরে জাহিদ হাসানের ‘রমজান ভাই পাবলিক ফিগার’

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নির্মিত হয়েছে নাটক ‘রমজান ভাই পাবলিক ফিগার’। আপেল মাহমুদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শেখ সেলিম। এতে রমজান ভাই চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। নাটকটিতে জাহিদ হাসানের বিপরীতে নাঈমা চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে।

নাটকের গল্পে দেখা যাবে, রমজান ভাই পাড়ার বড় ভাই। কিছুটা মাস্তান টাইপের, কুকুর ছাড়া আর কাউকেই ভয় পান না। রমজান ভাই পাড়ায় সবার কাছে সমীহ পায়। রমজান ভাইয়ের একটা ফেসবুক আইডি আছে। ফেসবুক হোক আর পাড়ার জুনিয়রদের সমীহ থেকেই হোক রমজান ভাই নিজেকে একজন পাবলিক ফিগার মনে করেন। নাটকে দুলাল, শুভ ও সাকিব নামে রমজান ভাইয়ের ৩জন শিষ্য রয়েছে।  অপরদিকে নাঈমা পাড়ার সবচেয়ে সুন্দরী মেয়ে। রমজান ভাই নাঈমাকে পছন্দ করেন। নাঈমারও ফেসবুক আইডি আছে। রমজান ভাই নাঈমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। তারপর ঘটনায় নতুন মোড় আসে।

নাটকটিতে এছাড়াও অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা, খলিলুর রহমান কাদেরী, আনন্দ খালেদ, মোশাররফ হোসেন, অরণ্য বিজয় প্রমুখ। ঈদুল ফিতরের তৃতীয় দিন রাত সাড়ে ৮টায় এটিএন বাংলায় নাটকটি প্রচারিত হবে।