Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

সৈয়দপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত নীলফামারী

সৈয়দপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

‘আসুন প্লাস্টিক দূষণ বন্ধ করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। 

মঙ্গলবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে, স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধনের সহযোগীতায় সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খালিশা বেলপুকুর গ্রামে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

পরে সেতুবন্ধনের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোকছেদুল মোমিন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার। 

অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন খাতামধুপুর ইউনিয়নের চেয়্যারম্যান জুয়েল চৌধুরী, খাতামধুপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মজিবর রহমান, খাতামধুপুর ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেন সরকার, সামাজিক বনায়ন ও নার্সারি প্রশিক্ষণ কেন্দ্রের সৈয়দপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোতালেব, আরও উপস্থিত ছিলেন সেতুবন্ধনের যুগ্ন সাধারণ সম্পাদক আহসান হাবিব জনি, কার্যকারী সদস্য নাইমুল ইসলাম নয়ন, মাসুম বিল্লা প্রমুখ।

গোটা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেতুবন্ধনের সাধারণ সম্পাদক খুরশিদ জামান কাকন। 

এসময় আগত অতিথিবৃন্দ সংগঠনটির পক্ষ থেকে ২ শতাধিক চারাগাছ গ্রামবাসীর মাঝে বিতরণ করেন।

উল্লেখ্য, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় জনসাধারনের মাঝে সচেতনতা সৃষ্ঠিতে ১৯৭২ সাল হতে প্রতিবছর ০৫ জুন সারাবিশ্বে পরিবেশ দিবস পালিত হয়ে আসছে।