Opu Hasnat

আজ ২২ সেপ্টেম্বর শনিবার ২০১৮,

কালকিনিতে দেড় হাজার পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক মাদারীপুর

কালকিনিতে দেড় হাজার পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

মাদারীপুরের কালকিনিতে দেড় হাজার পিস ইয়াবাসহ মোঃ নাসির বেপারী(২৭) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার সাহেবরামপুর এলাকার লঞ্চঘাট থেকে তাকে আটক করা হয়। সে মুলাদী উপজেলার চরপদ্দা গ্রামের হাসেম বেপারীর ছেলে।

পুলিশ সুত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানার ওসি কৃপা সিন্ধু বালার নেতৃত্বে এসআই মোঃ জসিমউদ্দিন, বাবুল বসু, পিএসআই রবিউল, এএসআই ওবায়দুল্লা ও এএসআই রাজকুমারের সহযোগীতায় তিন ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করা হয়।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, মাদক ব্যবসায়ী নাসির বেপারী এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা পরিচালনা করে আসছে। সে ঢাকার সদরঘাট থকে ইয়াবা ট্যাবলেট নিয়ে লঞ্চ যোগে আসার সময় সাহেবরামপুরে লঞ্চঘাটে পৌছলে এসময় তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে অনেক চ্যাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।