Opu Hasnat

আজ ২১ মার্চ বৃহস্পতিবার ২০১৯,

লোহাগড়ায় মৎস্য দপ্তরের আয়োজনে লিফদের মাঝে বাইসাইকেল বিতরণ নড়াইল

লোহাগড়ায় মৎস্য দপ্তরের আয়োজনে লিফদের মাঝে বাইসাইকেল বিতরণ

নড়াইলের লোহাগড়ায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে লিফদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। রবিবার (৩ জুন) সকালে মৎস্য কর্মকর্তার কার্যালয়ে লোহাগড়ার ১২টি ইউনিয়নের মৎস্য মাঠ কর্মীদের মাঝে সাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু, ইউএনও মুকুল কুমার মৈত্র, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমএম আরাফাত হোসেন, জেলা মৎস্য দপ্তরের সহকারী পরিচালক হোসনে আরা হ্যাপি, ক্ষেত্র সহকারী এ.কে.মফিজুর রহমান প্রমুখ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ন্যাশনাল এগ্রীকালচারাল টেকনোলোজী প্রোগ্রাম ফেজ-২ প্রকল্পের আওতায় এসব সাইকেল বিতরণ করা হয়।