Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

ভোলায় হতদরিদ্রদের মাঝে পুনাকের ঈদবস্ত্র বিতরন ভোলা

ভোলায় হতদরিদ্রদের মাঝে পুনাকের ঈদবস্ত্র বিতরন

ভোলায় গবীর, অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদবস্ত্র বিতরন করা হয়েছে। রোববার (৩ জুন) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয় চত্বরে ‘পুলিশ নারী কল্যান সমিতি’ (পুনাক) এ ঈদবস্ত্র বিতরন করে। 

জেলা পুনাক সভানেত্রী ফারহানা তানজীম প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে ভোলা সদর ও দৌলতখানের ৫ শতাধিক হতদরিদ্রদের মাঝে ঈদবস্ত্র হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরন করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জেলা পুলিশ সুপার মো: মোকতার হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভোলা প্রেসক্লাব আহবায়ক এম এ তাহের, সাবেক সভাপতি এম হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মীর সাফিন মাহমুদ, সহকারি পুলিশ সুপার শেখ সাব্বির আলম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে অনেক গরীব, অসহায় পরিবার রয়েছেন যারা সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারেন না। সেই সব বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে ‘পুলিশ নারী কল্যান সমিতি’ (পুনাক)। তাদের মুখে হাসি ফুটাতে ঈদবস্ত্র বিতরন করছে যা একটি মহৎ উদ্যোগ। পুলিশ নারী কল্যান সমিতির মত সমাজের বিত্তবানদেরও দুস্থদের পাশে দাঁড়ানোর আহব্বান জানান বক্তারা।