Opu Hasnat

আজ ২৬ জুন বুধবার ২০১৯,

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

 সিরাজগঞ্জের সলঙ্গা থানার দাদপুর এলাকায় আজও কার্ভাড ভ্যান ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ৩ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরো ৩ শ্রমিক আহত হয়েছেন। আহতদের রায়গঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি।সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ডিএডি আব্দুল হামিদ জানান, ঘটনাস্থলে গিয়ে পানির ভেতর থেকে টিন উদ্ধারের পর ৩ জনের মরদেহ পাওয়া যায়। আহত ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া মরদেহগুলো হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে শনিবার ভোর ৩টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ পুনর্বাসনের ফেঞ্চিগেইট এলাকায় বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ৪ বাসযাত্রী নিহত হন। এতে অন্তত ১৯ যাত্রী আহত হন।