Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

সাইবার সিকিউরিটি ইনডেক্সে বাংলাদেশ ৭৩তম তথ্য ও প্রযুক্তি

সাইবার সিকিউরিটি ইনডেক্সে বাংলাদেশ ৭৩তম

বিশ্বব্যাপী সাইবার সিকিউরিটি সূচকের ১০০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৭৩তম। যুক্তরাজ্যের ন্যাশনাল সাইবার সিকিউরিটি ইনডেক্স (এনসিএসআই) এ সূচক প্রকাশ করে।
 
 
বিশ্বে সাইবার অপরাধ এবং বড় ধরনের সাইবার সঙ্কট মোকবেলা, মৌলিক সাইবার হুমকি এবং সাইবার দুর্ঘটনা প্রতিরোধ করার করার প্রস্তুতি পরিমাপ করে এ অবস্থান নির্ণয় করা হয়েছে।
 
এনসিএসআই-এর ওয়েবসাইট (ncsi.ega.ee/ncsi-index) ১০০টি দেশের সূচক প্রকাশ করেছে। সূচকে ৮৩.১২ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ফ্রান্স। একই স্কোর নিয়ে দ্বিতীয় জার্মানি এবং ৮১.৮২ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে এস্তোনিয়া।
 
এছাড়া বাংলাদেশ ২৫.৯৭ স্কোর নিয়ে শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, নেপাল ও ভূটানের মত দক্ষিণ এশীয় দেশের তুলনায় এগিয়ে রয়েছে। শ্রীলঙ্কা ২৩.৩৮ পয়েন্ট নিয়ে ৭৭তম এবং ইন্দোনেশিয়া, নেপাল ও ভুটান যথাক্রমে ১৯.৪৮, ১২.৯৯ এবং ১২.৯৯ পয়েন্ট নিয়ে সূচকের ৮৩, ৯২তম স্থানে রয়েছে।
 
১.৩০ স্কোর নিয়ে সূচকের সর্বশেষ ১০০ নম্বরে রয়েছে কিরিবাতি এবং ২.৬০ স্কোর নিয়ে তার আগে (৯৯ নম্বর) রয়েছে মাদাগাস্কার।