Opu Hasnat

আজ ২৬ জুন বুধবার ২০১৯,

সিরাজগঞ্জে বাস-কভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪ সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বাস-কভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

সিরাজগঞ্জে বাস ও কভার্ড ভ্যানের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে, এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন। তাৎক্ষনিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি। তবে নিহতদের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ।

শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ফেঞ্চিগেট এলাকায় বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম জানান, ঢাকা থেকে গাইবান্ধাগামী শ্যামলী পরিবহনের একটি বাস ঘটনাস্থলে ফেঞ্চিগেইট এলাকায় পৌঁছে একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় সংঘর্ষ হয়। এ সময় দুটি যানবাহনই উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক, হেলপার এবং এক নারী বাসযাত্রীসহ দুই বাসযাত্রী নিহত হন। এ সময় অন্তত ১৫ জন বাসযাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে অংশ নেন।

তিনি আরও জানান, আহত ও নিহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।