Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

মালিপাখির দু’টি কবিতা শিল্প ও সাহিত্য

মালিপাখির দু’টি কবিতা

‘বাউরী বাতাস’

একফালি মেঘ ফুল ফোটাতো
বাউরী বাতাস চরে
ছবি আঁকার পথ বচেনাতো
বন্ধু চাঁদের ঘরে।

খেলতে খেলতে হঠাৎ করে
বুকের ভিতর এসে,
বলতো তোদের কোথায় বাড়ি
চূর্নী কাঁসাই হেসে।

সে সব বুকে আঁকতে আঁকতে
অনেক অলি গলি,
ছড়িয়ে পড়ে ছবির পালক
ছন্দে নদীর পলি পলি।

বললে সে সব দিন গিয়েছে
বাউরী বাতাস আছে।
তেমনি আজও একলা চাঁদে
সন্ধ্যা হলেই নাচে।

সে সব বুকে আঁকতে আঁকতে।

************

‘ঘুম ছোটে ফুল ফোটে’

মামন মণি লিখেই চিঠি পাঠায় হেসে 
                       খাম  !
আকাশপরী খুশির জরী ফুলের বনে 
                       নাম  !!

সোহাগ সুখে কুঁড়ির মুখে লাগাস যদি 
                        হাম  !
ফুলের হাসি দেখেই হবো অবাক ইতি
                        মাম  !!

মামের চিঠি পরীর রাণী পেতেই শোনো 
                        দুম  !
সবাই এসে ফুলের বনে লাগায় ভারি 
                        ধুম  !!

মাখায় তারা আদর করে কুঁড়ির মুখে
                         চুম  !
চুমের মায়া মেখেই মনে পালায় কুঁড়ির
                         ঘুম  !!