Opu Hasnat

আজ ১৮ এপ্রিল বৃহস্পতিবার ২০২৪,

খেলরত্ন পুরস্কার গ্রহণ করলেন সানিয়া খেলাধুলা

খেলরত্ন পুরস্কার গ্রহণ করলেন সানিয়া

অবশেষে ভারতের ক্রীড়া জগতের সর্বোচ্চ সম্মান রাজীব গান্ধী খেলরতœ পুরস্কার হাতে পেলেন টেনিস তারকা সানিয়া মির্জা। রাষ্ট্রপতি ভবনে ভারতের জাতীয় ক্রীড়া দিবসে তাঁর হাতে এই পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। কিংবদন্তি লিয়েন্ডার পেজের পর সানিয়াই দ্বিতীয় টেনিস খেলোয়াড়, যিনি এই পুরস্কার পেলেন।
সুইস টেনিস তারা মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেঁধে এই বছরই উইম্বলডন ডাবলস খেতাব জিতেছেন হায়দরাবাদের এ সুন্দরী। এর আগে মিশ্র দ্বৈতে বাকি তিন গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেন ট্রফিও তাঁর ঝুলিতে রয়েছে। এই পুরস্কার নিজের পরিবার দেশকে উৎসর্গ করেছেন সানিয়া। সোমবার থেকে শুরু হচ্ছে ইউএস ওপেন।
ইউএস ওপেন কর্তৃপক্ষের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে সাড়ে ৭ লক্ষ পুরস্কার মূল্যের এই পুরস্কার নিতে দেশে যান সানিয়া। এর আগে ২০০৪ সালে অর্জুন পুরস্কার পেয়েছিলেন এই মুহূর্তে মেয়েদের টেনিসে ডাবলসে এক নম্বর এই টেনিস তারকা।