Opu Hasnat

আজ ১ জুন বৃহস্পতিবার ২০২৩,

সিএনজিতে ইয়াবা বহন না করার জেড়

মাদক ব্যবসায়ীদের হামলায় সিএনজি চালকসহ ১০জন জখম নোয়াখালী

মাদক ব্যবসায়ীদের হামলায় সিএনজি চালকসহ ১০জন  জখম

মাদকদ্রব্য বহন করার জন্য  সিএনজি অটোরিকশা  না  দেয়ায় নোয়াখালীর সেনবাগে চালক ও শ্রমিকদের কে  এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ীরা। এ সময়  ১০ সিএনজি শ্রমিক ও চালক আহত হয় ।

ঘটনাটি ঘটে  শনিবার দুপুরে সেনবাগ উপজেলার রাস্তার মাথা এলাকায়। আহতরা হলো সিএনজি শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহাজাহান (৪১), লাইনম্যান সাগর (৪২), চালক মুন্সিকে (৩৪) সেনবাগ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বাকীদের  প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  আহতদের মধ্যে  মোহাম্মদ শাহাজাহানের অবস্থার অবনতি হলে তাকে  উন্নত চিকিৎসার  নোয়াখালী জেনারেল  হাসাপাতালে প্রেরণ করা হয়েছে।  

আহতরা জানান শুক্রবার  রাতে কাবিলপুর ইউনিয়নের মহিদীপুর গ্রামের জুয়েল (২৩) ও রিপন ইয়াবা ট্যাবলেট অন্যত্র নিয়ে যাওয়ার জন্য সিএনজি চালকদের কাছে একটি গাড়ী দাবী করে। কিন্তু চালকরা তাদের গাড়ি দিতে অস্বীকার করলে ইয়াবা ব্যবসায়ীরা অটোরিকসা চালকদের ওপর ক্ষিপ্ত হয়। ওই ঘটনার সূত্র ধরে শনিবার দুপরে ইয়াবা ট্যাবলেট ব্যবসায়ীরা একজোট হয়ে অর্তকিতভাবে সিএনজি চালক ও শ্রমিকদেরকে ধারালো অস্ত্রদিয়ে এলোপাতাড়ী কুপিয়ে আহত করে। 

সেনবাগ থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত চরম উত্তেজনা বিরাজ করছে।