Opu Hasnat

আজ ২৬ এপ্রিল শুক্রবার ২০২৪,

বাগেরহাটের ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত শিক্ষাবাগেরহাট

বাগেরহাটের ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

বাগেরহাটের সদর উপজেলার মাহফুজা খানম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকাল ১১ টায় মাহফুজা খানম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিবুর রহমান মিঞা এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জজকোর্টের পি.পি এ্যাড. শেখ মোহাম্মদ আলী, বিশেষ অতিথি হিসাবে ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আলা উদ্দিন মিঞা, আফজাল হোসেন, পপুলার লাইফ ইনসুরেন্স এর জি.এম মোঃ রুহুল আমিন হাওলাদার এ সময় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক গৌতম কুমার, শ্যামল কুমার পাল, আস বাংলাদেশ এর সহকারী প্রকল্প সমন্বয়কারী মোঃ তহিদুর রহমন প্রমুখ। মেলায় ২২টি প্রজেক্ট স্থান পায়। মেলায় বিজ্ঞান বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

অপরদিকে সকাল সাড়ে ১১ টায় বাগেরহাটের সদর উপজেলার নওয়াপাড়া ইয়াকুব আলী আদর্শ হাই স্কুলে অনুরুপ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। সহকারী শিক্ষক মোঃ মাসুদুর রহমান পান্না এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তরুন কুমার বিশ্বাস, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পি.টি.এ সদস্য মোঃ সেকল উদ্দীন, সহকারী শিক্ষক সুশান্ত কুমার দে, নেওয়াজ হায়দার, এছাড়াও বক্তব্য রাখেন সহকারী শিক্ষক তারক চন্দ্র মিস্ত্রী, বিজ্ঞান ক্লাবের সভাপতি নাঈমা আক্তার  আস বাংলাদেশ এর সহকারী প্রকল্প সমন্বয়কারী বিপুল সাহা প্রমুখ। মেলায় ২৫টি প্রজেক্ট স্থান পায়। মেলায় বিজ্ঞান বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  

এছাড়াও দুপুর সাড়ে ১২ টায় বাগেরহাটের প্রান কেন্দ্রে অবস্থিত বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলে অনুরুপ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। সহকারী শিক্ষক পরিমল কুমার বৈদ্য এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলে অধ্যক্ষ  মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক শেখ আব্দুর রশিদ, সহকারী শিক্ষক কুলছুম খানম, আস বাংলাদেশ এর প্রকল্প সমন্বয়কারী সেখ নজমুল করিম এছাড়াও বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মনজ কুমার জোয়াদ্দার প্রমুখ। মেলায় ৬০টি প্রজেক্ট স্থান পায়। মেলায় বিজ্ঞান বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

উল্লেখ্য, আস বাংলাদেশ বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগীতায় বাগেরহাট ও কচুয়া উপজেলায় ৩০ টি মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন নিয়ে কাজ করছে। তারই ধারা বাহিকতায় এসব স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।