Opu Hasnat

আজ ১৪ ডিসেম্বর শুক্রবার ২০১৮,

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ ফেনী

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

  ফেনীতে ট্রাক, লেগুনা ও পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাগনভূঞায় উপজেলার সিলোনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ফেনীর মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আবদুল আউয়াল জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাগনভূঞায় উপজেলার সিলোনিয়া এলাকায় ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন। বেশ কয়েকজন আহত হয়েছে। 

মরদেহ উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, আহতদের সদর হাসপাতালসহ শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।