Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

শহরজুড়ে ভ্রাম্যমান আদালতের জরিমানা পিরোজপুর

শহরজুড়ে ভ্রাম্যমান আদালতের জরিমানা

পিরোজপুরে শহর জুড়ে বিভিন্ন ডায়গনিষ্ট সেন্টারে ও বেসরকারি হাসপাতালে ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায় । রবিবার সকাল ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলে এ অভিযান । পিরোজপুর জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট, র‌্যাব-৮ ও পিরোজপুর স্বাস্থ্য অধিদপ্তর ( সিভিল সার্জন ) যৌথ কার্যক্রমে চলে এ ভ্রাম্যমান আদালত । এসময় ৩টি ডায়গনিষ্ট সেন্টার ও একটি বেসরকারী চক্ষু হাসপাতাল সহ বিভিন্ন ওষুধদের দোকন ভ্রাম্যমান আদলত জরিমানা আদায় করে ।  ডায়গনিষ্ট সেন্টারগুলো নিয়মনীতি না মেনে,চক্ষু হাসপাতালের নথিপত্র অবৈধ থাকা এবং মেয়াদ উত্তীর্ন ওষুধ থাকায় এ সব  প্রতিষ্ঠানগুলো প্রাথমিক সতর্কতা ও সাথে সাথে জরিমানা করেন ভ্রাম্যমান আদলত ।

এ সমস্ত প্রতিষ্ঠানে সর্বমোট ১,০০,০০০/- টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মারিয়া হকের এর নেতৃত্বে বরিশাল র‌্যাব-৮ এর সহযোগিতায় চলে এই অভিযান। এসময় পিরোজপুর স্বাস্থ্য অধিদপ্তর ( সিভিল সার্জন ) পক্ষে ডাঃ শাকিল সরোয়ার , র‌্যাব-৮ এর এ.এস.পি আউয়াল হোসেন খান,র‌্যাব-৮ এর ডিএডি আজমল হোসেন ও তার সঙ্গীয় ফোর্সরা ছিলেন ।

 

কুমার শুভ রায়