Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

মো. জহিরুল হোসাইন খান নাছিমের কবিতা ‘আত্মশুদ্ধি’ শিল্প ও সাহিত্য

মো. জহিরুল হোসাইন খান নাছিমের কবিতা ‘আত্মশুদ্ধি’

হবে না হবে না শিক্ষা ওদের, চারদিকে শুধু ত্রাস
নফস ওদের রাহুকে করেছে গ্রাস, বেড়েছে দুষ্টুমনের উল্লাস। 
রাজনৈতিক দৈনদশা  অর্থলোভ লালসা
সব কিছুর পিছনে রয়েছে মানুষের উচ্চাশা।

এ রমজান মাসেও মানুষের মুখে নেই কোন হাসি
পণ্যের মূল্যের বার বেড়েছে বারবার, বাড়ছে এলাকায় সন্ত্রাসী,
আমরা জনগন কষ্টে কাতরাই সারক্ষণ, চাটুদার করে নেতাদের তোষন
সরকার হারাচ্ছে নিয়ন্ত্রণ, বাড়ছে মানুষের নৈতিক স্খলন।

মিথ্যের চাদরে আবৃত হয়ে, চুপ করে আছি ভয়ে
ইমান দুর্বল তাই, সন্ত্রস্ত সবাই, বাক স্বাধীনতা হারিয়ে,
ভবিষ্যৎ ভূ-লন্ঠিত, জীবন যুদ্ধে আহত
রাজনীতির বেড়াজালে আবদ্ধ, যদিও ক্ষুব্দ আমরা পরাভূত।

রমজান হলো, আত্মশুদ্ধির এক নেয়ামত
অতীতের ভুল ও অন্যায় পূণঃ উত্থান না করার শপথ,
স্রষ্টা থেকে ক্ষমা চাওয়ার আহাজারী
নিজেকে পরিশুদ্ধ করে গড়ে তোলায় মানসিকতা  সর্বোপরি।

এসো যত প্রিয় পরিজন, আত্মশুদ্ধির করি আয়োজন
পানাহারে কিংবা প্রতিটি কাজে স্রষ্টাকে করি স্মরণ
গরীবের মাঝে খাদ্য,বস্ত্র বিলিয়ে নফসকে করি সংবরন
তবেই না রূহের হবে জয়, স্রষ্টার রহমত হবে বর্ষণ।