Opu Hasnat

আজ ১৮ এপ্রিল বৃহস্পতিবার ২০২৪,

কালকিনিতে ব্রাজিল সমর্থকদের ৪শ’ ফুট লম্বা পতাকা তৈরী মাদারীপুর

কালকিনিতে ব্রাজিল সমর্থকদের ৪শ’ ফুট লম্বা পতাকা তৈরী

আর অল্প কিছু দিন পরই শুরু হতে যাচ্ছে রাশিয়া ফুটবল বিশ্বকাপ-২০১৮। এ খেলাকে ঘিরেই দেখা দিয়েছে আনন্দের ধারা। আর এর পাশাপাশি ঈদের আনন্দের সঙ্গে যোগ হচ্ছে বিশ্বকাপ আনন্দ। এ আনন্দকে ঘিরে কৌতুহলী সমর্থকদের কতই না মজার প্রদর্শনী দেখা গেছে। বিভিন্ন দলের সমর্থকরা একে অন্য দলের সমর্থকদের সাথে যুক্তি-তর্ক দিয়ে গরম রেখেছেন উপজেলার বিভিন্ন চায়ের দোকান। যার উত্তাপ ইতি মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চোখ বুলালেই দেখা যায়। তার ধারাবাহিকতায় কালকিনি উপজেলার পুরানবাজার এলাকার ব্রাজিল সমর্থকরা তাদের প্রিয় দল ব্রাজিলের একটি ৪০০ ফুট লম্বা পতাকা তৈরী করে সরগম ফেলে দিয়েছেন। 

আজ শনিবার সকালে ওই সমর্থকরা পুরান বাজারের একটি গুরুত্বপূর্নস্থানে বিশাল ওই পতাকার সাথে বাংলাদেশের পতাকা উড়িয়ে দিয়েছেন।

এ ব্যাপারে ব্রাজিল সমর্থক ইসমাইল হোসেন, পারভেজ ও শাওন বলেন, খেলা আমাদের মনের খোরাক জোগায়। প্রতি বিশ্বকাপ খেলা আসলেই আমরা বড় পতাকা তৈরী করে মানুষকে আকৃষ্ট করে থাকি।