Opu Hasnat

আজ ২৬ জুন বুধবার ২০১৯,

দেশে যুদ্ধ ঘোষণা করা হয়েছে এমন অবস্থা চলছে: ফখরুল ঠাকুরগাঁও

দেশে যুদ্ধ ঘোষণা করা হয়েছে এমন অবস্থা চলছে: ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মাদকবিরোধী অভিযান নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে। এমন একটা সময়কে বেছে নেয়া হয়েছে যে সময় সামনে নির্বাচন। দেশে যুদ্ধ ঘোষণা করা হয়েছে এমন অবস্থা চলছে। মাদকবিরোধী অভিযান নিয়ে যে কারণ তুলে ধরা হয়েছে তা যুক্তিসঙ্গত নয়।

বুধবার সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। এসময় জেলা বিএনপিসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

মির্জা ফখরুল আরও বলেন, নাটকীয়ভাবে নির্বাচনগুলো করা হচ্ছে, নির্বাচনের পরিবেশকে ধ্বংস করে ফেলা হয়েছে। শুধু বিরোধী দলকে দমন করতেই সরকার আইনশৃংখলা বাহিনীকে ব্যবহার করছে। বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া দল নির্বাচনে যাবেন না বলেও জানান বিএনপি মহাসচিব ।