Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

মালিপাখির কবিতা ‘মেঘনা এবং খোড়’ শিল্প ও সাহিত্য

মালিপাখির কবিতা ‘মেঘনা এবং খোড়’

বুকটা পিকুর অলীক নগর,
হরিণ চোখের নীল ;
সাগর - সাগর সব যেন ঘোর,
রূপসী গাঙচিল !

বুকটা পিকুর পাতার জাহাজ,
অনেক অনেক দূর --
ভাসতে ভাসতে -- নেই মনে আজ,
রঙ ঝরে ঝরে ঝুর ঝুর -- !

বুকটা পিকুর মোহর বাতাস,
নরম দুধের সর ;
শিশির ভেজা জলছবি ঘাস
সাতটি জরীর ঘর !

বুকটা পিকুর উদাস পাখির,
এক তারাতে ভোর ;
কাজল পরা ঢেউ তির তির --
মেঘনা এবং খোড়  !