Opu Hasnat

আজ ১৭ এপ্রিল বুধবার ২০২৪,

হরিণাকুন্ডুর ফলসী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা ঝিনাইদহ

হরিণাকুন্ডুর ফলসী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ৬ নং ফলসী ইউনিয়ন পরিষদে ২০১৮-১৯ অর্থ বছরে ৮০ লাখ ৯৬ হাজার ৬’শ বাইশ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন কোন করারোপ ছাড়াই এ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়। সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ হলরুমে জনসম্মূখে এ উন্মুক্ত বাজেট ঘোষনা করেন ফলসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান।

৬ নং ফলসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সচিব খোন্দকার ইয়াছির আরাফাত। বক্তব্য রাখেন, ইউপি সদস্য মিজানুর রহমান, সামছুন্নাহার ১,  মনজের আলী, নিজাম উদ্দীন, মশিউর রহমান, গোলাম রহমান, সামছুন্নাহার ২ সহ ইউপি সদস্যগন প্রমূখ। উন্মক্ত বাজেট সভায় ইউপি সদস্য, শিক্ষক, ঈমাম, সাংবাদিকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সর্বস্তরের মানুষের উপস্থিতিতে উন্মুক্ত এ বাজেট ঘোষণা করা হয়। বাজেটে ২০১৮-১৯ অর্থ বছরে সর্বমোট রাজস্ব আয় ধরা হয়েছে ৮০ লাখ ৯৬ হাজার ৬’শ বাইশ টাকা। ব্যায় ধরা হয়েছে ৮০ লাখ ৯৬ হাজার ৬’শ বাইশটাকা।