Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

৩০মে চট্টগ্রাম আসছেন থাই রাজকন্যা চট্টগ্রাম

৩০মে চট্টগ্রাম আসছেন থাই রাজকন্যা

আগামী ৩০ মে বুধবার বিন্নাঘাসের এ পাইলট প্রকল্প উদ্বোধনে থাইল্যান্ডের রাজকন্যা প্রিন্সেস শিরিন ধর্ন চট্টগ্রামে আসবেন।

নগরে পাহাড়ধস ও ভূমিক্ষয় ঠেকাতে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে বিন্নাঘাস প্রকল্প বাস্তবায়নে নানা কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।  এ উপলক্ষে রোববার দুপুরে নগর ভবনে চসিকের মেয়র আ জ ম নাছির উদ্দীনের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন থাইল্যান্ডের রাষ্ট্রদূত পানপিমন সুবন্নাপংসে।

সৌজন্য সাক্ষাতকালে বিন্নাঘাস প্রকল্পের উদ্বোধন ও বাস্তবায়নে নানা পরিকল্পনা নেওয়া হয়। আগামী ৩০ মে থাইল্যান্ডের রাজকন্যা প্রিন্সেস শিরিন ধর্ন চট্টগ্রামে এসে ভেটিভার নার্সারী ও প্যাভিলিয়ন উদ্বোধন করবেন। এছাড়াও রাজকন্যা চট্টগ্রামে এসে স্থাপত্য শিল্পের প্রাচীন নিদর্শন কোর্ট বিল্ডিং, সিআরবি ও জাদুঘর পরিদর্শন করার কথা রয়েছে।

সৌজন্য সাক্ষাতকালে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, অনারারি কনসুল আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, পিএইচপি’র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, নির্বাহী প্রকৌশলী বিপ্লব দাশসহ রাষ্ট্রদূতের সফর সঙ্গীরা উপস্থিত ছিলেন।