Opu Hasnat

আজ ৩০ মে বৃহস্পতিবার ২০২৪,

মাটিচাপা পড়ার ৭ ঘণ্টা পর জীবিত উদ্ধার বান্দরবান

মাটিচাপা পড়ার ৭ ঘণ্টা পর জীবিত উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নে মনজয় পাহাড়ধসে মাটিচাপা পড়া  নুরুল হাকিম নামে একজনকে জীবিত উদ্ধার করেছে দমকল বাহিনীর সদস্যরা।

প্রায় ৭ ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে জীবিত উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত হন তিনজন। তারা হলেন- সোনা মেহের, মো. আবু ও জসিম উদ্দিন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে উদ্ধারকাজে যোগ দেন উপজেলা প্রশাসন ও দমকল বাহিনীর সদস্যরা।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম সরোয়ার কামাল জানান, পাহাড় কেটে নালা তৈরি করার সময় মাটিচাপা পড়ে পাঁচজন। এতে ঘটনাস্থলে মারা যান তিনজন। 
৭ ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয় একজনকে। এর আগে আরও একজনকে উদ্ধার করা হয়। আহত দুইজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মফিদুল আলম জানান, পাহাড়ধসের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে।