Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

খানসামাবাসীর স্বপ্নগুলো বাস্তবায়ন হচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী জাতীয়

খানসামাবাসীর স্বপ্নগুলো বাস্তবায়ন হচ্ছে :  পররাষ্ট্রমন্ত্রী

'শেখ হাসিনার আমল এবং বেগম জিয়ার আমলের তফাত সম্পর্কে সকলেরই জানা। বেগম খালেদা জিয়ার সময় তো কিছুই করতে পারেননি আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমল মানে হচ্ছে উন্নয়ন।'

আজ সোমবার দুপুরে গণপূর্ত মন্ত্রণালয়ের অর্থায়ন ও বাস্তবায়নে প্রায় ৫৮ লাখ টাকা ব্যয়ে খানসামার ভাবকী ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধনকালে প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এসব কথা বলেন।

খানসামার উন্নয়ন নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, খানসামাবাসীর যত স্বপ্ন ছিলো সব একটা একটা করে বাস্তবায়ন হচ্ছে। বাকিগুলোর কাজ চলমান রয়েছে। বিদ্যুৎ, রাস্তা-ঘাট, ব্রীজ, ক্ষুদ্র সেতু, বড় সেতু, স্কুল, কলেজ, মাদরাসা ভবন সবই তো আমরা করছি। টেকনিক্যাল ট্রেনিং সেন্টার নির্মাণ কাজ চলছে। আলোকঝাড়ি ইউপি ভূমি অফিসের কাজও দ্রুত শুরু হবে।

এসময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী মিসেস শাহীন আলী, উপজেলা চেয়ারম্যান মো. সহিদুজ্জামান শাহ্, সহকারি কমিশনা (ভূমি) মো. সোলেমান আলী, দিনাজপুর গণপূর্ত বিভাগের এক্সইএন মো. আবু জাফর সিদ্দিক, এমডিই আব্দুল্লাহ আল মামুন, খানসামা থানা অফিসার ইনচার্জ আব্দুল মতিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ্ মো. আব্দুল জব্বার, ভাবকী ইউপি চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম প্রমুখ। 

এরপর খানসামা কেন্দ্রীয় কবর স্থানের অবকাঠামো সমূহের ভিত্তি প্রস্তর স্থাপন, রামকলায় রামকৃষ্ণ সেবাশ্রমের বিভিন্ন অবকাঠামোর ভিত্তি প্রস্তর স্থাপন, শাপলা গার্লস স্কুল এন্ড কলেজের নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন, সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের টিউওয়েল বিতরণ, বিভিন্ন গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করেন তিনি।