Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

সৈয়দপুরে শ্মশ্রুসা পেলো আহত শালিক নীলফামারী

সৈয়দপুরে শ্মশ্রুসা পেলো আহত শালিক

নীলফামারীর সৈয়দপুর শহরের কম্পিউটার কলেজপাড়া এলাকায় রবিবার (২০ মে) ফজর নামাজের পর রাস্তার ধারে একটি আহত শালিক পাখি দেখতে পায় স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধনের মোকাররম হোসেন। তিনি দেখেন পাখিটির শরীরে আঘাতের চিহ্ন। উড়তে পারছেনা এবং যন্ত্রনায় কাতরাচ্ছে। এমতাবস্থায় তিনি পাখিটিকে বাসায় নিয়ে যান। সকালে উপজেলা প্রানিসম্পদ অফিসে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ডা. এনামুল হক পাখিটির প্রয়োজনীয় চিকিৎসা দেন। 

এসময় উপস্থিত ছিলেন সেতুবন্ধনের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন, সদস্য মোকাররম হোসেন, মামুন। চিকিৎসকের পরামর্শে ওষুধ খাওয়ানো সহ পাখিটির পরিচর্যার দায়িত্ব পালন করছে সেতুবন্ধনের সদস্যরা। পাখিটি এখন বেশ সুস্থ্য। খুব শিগগিরি মুক্ত আকাশে ছেড়ে দেয়া হবে।

উল্লেখ্য যে, ২০১৩ সাল থেকে পাখি ও পরিবেশ সুরক্ষায় কাজ করছে সংগঠনটি। এ কাছের সফলতা স্বরূপ ২০১৬ সালে বন ও পরিবেশ মন্ত্রণালয় থেকে পাখি সংরক্ষণে সম্মাননা পেয়েছে।