Opu Hasnat

আজ ২৩ মে বৃহস্পতিবার ২০১৯,

দুর্গাপুরে মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে শোক মুক্তিবার্তানেত্রকোনা

দুর্গাপুরে মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে শোক

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের কুড়ালিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি সদস্য জনাব নুরুল ইসলাম কে শনিবার সন্ধ্যায় রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

শারীরিক অসুস্থতা বোধ করায় শনিবার উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে ইন্তেকাল করেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। (ইন্নালিল্লাহে ........... রাজেউন)। তাঁর নিজবাড়ীতে রাস্ট্রীয় মর্যাদায় দাফন করার সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশিদ, ওসি মিজানুর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব রুহুল আমীন চুন্নু, ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, মুক্তিযোদ্ধার ইতিহাস সংরক্ষণ কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি আজিজুল ইসলাম, উপজেলা আহবায়ক সাইফুল ইসলাম জীবন, সদস্য সচিব মিলন মিয়া, হুমায়ুন কবির প্রমুখ। 

স্থানীয় গন্যমান্য ব্যক্তি, দুর্গাপুর প্রেসক্লাব সহ অন্যান্য প্রতিষ্ঠান শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

এই বিভাগের অন্যান্য খবর