Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

বাস অযোগ্য শহরের তালিকায় ফের দ্বিতীয় ঢাকা জাতীয়

বাস অযোগ্য শহরের তালিকায় ফের দ্বিতীয় ঢাকা

বিশ্বের সবচেয়ে বসবাস অযোগ্য শহরের মধ্যে ফের দ্বিতীয় স্থান দখল করেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্ক রয়েছে তালিকার শীর্ষে।
আর টানা পঞ্চমবারের মতো সবচেয়ে বাসযোগ্য শহরগুলোর মধ্যে সেরা হয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন।
গত কয়েক বছরের মতো এবারো বসবাসের জন্য সবচেয়ে অনুপযোগী শহরের তালিকায় স্থান পেয়েছে ঢাকা। ঢাকা র্যা ঙ্কিংয়ে ১৩৯তম হয়ে খারাপদের মধ্যে দ্বিতীয় সেরা।
বসবাসের জন্য সবচেয়ে নিকৃষ্ট পাঁচ শহর
১. দামেস্ক, সিরিয়া, ১৪০তম
২. ঢাকা, বাংলাদেশ, ১৩৯তম
৩. পোর্ট মোরেসবি, পাপুয়া নিউগিনি, ১৩৮তম
৪. লাগোস, নাইজেরিয়া, ১৩৭ তম
৫. ত্রিপোলি, লিবিয়া, ১৩৬ তম
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) বিশ্বের সবচেয়ে বসবাসোপযোগী শহরগুলোরও তালিকা করেছে। সেখানে আবার সবার ওপরে স্থান পেয়েছে মেলবোর্ন। অস্ট্রেলিয়ার এই শহরের জন্য অবশ্য এটা নতুন কিছু নয়। এই নিয়ে টানা পাঁচবার বসবাসের জন্য বিশ্বের সেরা শহর হলো মেলবোর্ন।
বসবাসের জন্য সেরা পাঁচ শহর
১. মেলবোর্ন, অস্ট্রেলিয়া,
২. ভিয়েনা, অস্ট্রিয়া
৩. ভ্যানকুভার, ব্রিটিশ কলাম্বিয়া
৪. টরন্টো, কানাডা
৫. অ্যাডিলেড, অস্ট্রেলিয়া
ইআইইউ প্রতিবছরই বসবাসের জন্য বিশ্বের সেরা এবং সবচেয়ে খারাপ শহর নির্ধারণ করে। শুধু পরিচ্ছন্নতা নয়, সেরা এবং সবচেয়ে খারাপ শহর বেছে নেয়া হয় স্বাস্থ্য সেবা, শিক্ষা, সংস্কৃতি পরিবেশ এবং অবকাঠামোগত সুযোগ-সুবিধার ভিত্তিতে।