Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

দুর্গাপুরে জাতীয় হাজং ছাত্র সম্মেলন ও কাউন্সিল নেত্রকোনা

দুর্গাপুরে জাতীয় হাজং ছাত্র সম্মেলন ও কাউন্সিল

নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি মিলনায়তনে শুক্রবার বিকেলে তিন দিনব্যাপী ৮ম জাতীয় হাজং ছাত্র সম্মেলন ও কাউন্সিলের উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন (বাহাছাস) এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক বাবু শরদিন্দু হাজং স্বপন। উদ্বোধন শেষে একাডেমি মিলনায়তনে ‘‘কালজয়ী সংগ্রামী ঐতিহ্যই আমাদের একবিংশ শতাব্দীর প্রেরণা” এ শ্লোগান কে সামনে রেখে বাহাছাস কেন্দ্রীয় সম্পাদক সুজন হাজং এর সঞ্চালনায় কেন্দ্রীয় পরিষদ সভাপতি দেবাশীষ হাজং সাগর এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খাঁন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ, জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম সফিক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক শুভ্র চিরান, রামকৃষ্ণ আশ্রম ও মিশন ময়মনসিংহের অধ্যক্ষ স্বামী ভক্তি প্রদানন্দ, দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, তেইজি ব্রাদার হাউজ ময়মনসিংহের ব্রাদার এরিক, ভারপ্রাপ্ত সভাপতি জাতীয় হাজং সংগঠন আশীষ হাজং, হাজং যুব উন্নয়ন সংগঠনের সভাপতি এ্যাড. বিপুল হাজং, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক সাদ্দাম আকঞ্জি, জাতীয় হাজং সংগঠনের সাধারন সম্পাদক সাংবাদিক পল্টন হাজং, হাজং মহিলা সংগঠনের সভানেত্রী সন্ধ্যা রানী হাজং প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সরকার সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য কে লালন করে জাতীয় সংসদে সকল জনগোষ্ঠীকে স্থান দিয়েছেন। সরকারের পাশাপাশি হাজং সম্প্রদায়ের ঐতিহ্য রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানান। শেষে হাজং ঐতিহ্য তুলে ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।