Opu Hasnat

আজ ১৬ আগস্ট বৃহস্পতিবার ২০১৮,

চট্টগ্রাম নগরীতে চার ছিনতাইকারী গ্রেপ্তার চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে চার ছিনতাইকারী গ্রেপ্তার

নগরীর কোতোয়ালী থানা পুলিশ সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, দুটি কার্তুজ ও দুটি ছোরা উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় কাজির দেউড়ীর কাঁচাবাজার থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিন সদস্যকে গ্রেফতার করা হয়। পরে তাদের তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার  ভোরে অভিযান চালিয়েও আরও একজনকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হচ্ছে মো. সুমন (৩২), মো.আনোয়ার হোসেন (৩০), বশির আহমেদ (৩২) ও সিএনজি অটোরিকশা চালক খুরশেদ আলম (৩৫)।

কোতোয়ালী থানার ওসি মো. মহসিন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১০টিরও বেশি মামলা রয়েছে।