Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

চিরিরবন্দরে আঙ্গুর খেয়ে একই পরিবারের শিশুসহ ৫ জন অসুস্থ্য দিনাজপুর

চিরিরবন্দরে আঙ্গুর খেয়ে একই পরিবারের শিশুসহ ৫ জন অসুস্থ্য

দিনাজপুরের চিরিরবন্দরে আঙ্গুর ফল খেয়ে একই পরিবারের শিশুসহ ৫ জন অসুস্থ্য হয়েছে। অসুস্থ্যদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

প্রতিবেশী সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে উপজেলার আব্দুলপুর ইউনিয়নের হযরতপুর ফলিমারীডাঙ্গা গ্রামের আব্দুস সালামের পুত্র দুবাই প্রবাসী আবু সায়েমের বাড়ীতে দগড়বাড়ী গ্রামের শাশুড়ী ফিরোজা বেগম কিছু আঙ্গুরসহ খাদ্য সামগ্রী নিয়ে বেড়াতে আসে। তার আনা আঙ্গুর খেয়ে পরিবারের আব্দুস সালাম (৭০), হাসিনা বানু (৫০) সালেহা খাতুন (৩৫) শারমিন আকতার (২০) ও শিশু নয়ন বাবু (৪) অসুস্থ্য হয়ে পড়ে। 

অসুস্থ্য সালহা খাতুন জানান, আঙ্গুর খাওয়ার পর প্রথমে মাথা ঘোরা থেকে বমি বশি ভাব অনুভুত হয়। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আজমল হক জানান, আঙ্গুর ফলগুলি জীবানুযুক্ত থাকায় সেগুলি খাওয়ার পর সকলের পেটের সম্যসা দেখা দিয়েছে।