Opu Hasnat

আজ ২২ অক্টোবর সোমবার ২০১৮,

বড়াইগ্রামে পৃথক অভিযানে ১২৯০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক নাটোর

বড়াইগ্রামে পৃথক অভিযানে ১২৯০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

নাটোরের বড়াইগ্রামে বুধবার দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে ১২৭০ পিস ইয়াবাসহ উপজেলার নগর জামাইদীঘি এলাকার ইয়াবা ব্যবসায়ী সাইফুল ইসলাম (৪০) কে আটক করেছে। এর আগে সন্ধ্যায় উপজেলার চান্দাই ভান্ডারদহ গ্রামে অভিযান চালিয়ে ২০ পিচ ইয়াবা ও ৫ গ্রাম গাঁজাসহ ময়নাল সেখ (৩৫) নামে অপর এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। 

বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ব্যবসায়ী সাইফুল ইসলামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে বাড়িতে তল্লাশী চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।  সাইফুল জামাইদীঘি গ্রামের মৃত সন্দেশ আলীর ছেলে।  এছাড়া সন্ধ্যায় ভান্ডারদহ গ্রামের হাসেম আলীর ছেলে ময়নাল সেখকে স্থানীয় বাজার থেকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে ইয়াবা ও গাঁজা পাওয়া যায়। তাদেরকে বৃহস্পতিবার দুপুরে নাটোর জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।